গান আমার কাঁদে রে
প্রাণ আমার কাঁদে রে আজ কাঁদে
মানুষের মুক্তি চেয়ে
জীবনের স্বস্তি চেয়ে।
কেন মানুষে মানুষে ভেদাভেদ
কেন উঁচু নিচুর এত বিদ্বেষ জেদ
হৃদয়ের ব্যথা ভার
সমাজের হাহাকার আজ শুধু
ফেলিছে আকাশ ছেয়ে
ফেলিছে বাতাস ছেয়ে।
কেন হানাহানি চলে বিশ্বময়
কেন সত্যের আজো ঘটে পরাজয়
রাত কাটে মজলুমের
দুঃস্বপ্ন নির্ঘুমের হায় হায় রে
হতাশার চাবুক খেয়ে
নিরাশার আঘাত পেয়ে।
কেন সুখের সুদিন আজো আসে না
কেন ফুলের মত মানুষ হাসে না
বেদনার অশ্রু বয়
যাতনার অশ্রু বয় বয় কেন
গরিবের দু’চোখ বেয়ে
দুঃখিদের দু’চোখ বেয়ে।