গান শোনাতে পারি
যদি তুমি কথা দিতে পারো
দ্বীন কায়েমের পথে অগ্রসর
অগ্রসর হবে তুমি আরো ।
তুমি তো জানো গান শোনাতে কত কষ্ট
গান শোনাতে গেলে কত যে সময় হয় নষ্ট
সব ক্ষতি তবু আমি মেনে নিতে পারি
যদি তুমি কথা দিতে পারো।
সারাটি জীবন আমি গান শুনিয়ে গেলাম
বিনিময়ে তার দ্বীনের কাজে বল ক’জনকে পেলাম
সব ব্যথা তবু আমি মেনে নিতে পারি
যদি তুমি কথা দিতে পারো।