চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়
মনে অনেক কষ্ট থাকে ওজনে কি মাপা যায়?
আমার প্রিয় মালেক ভাইকে করল যখন খুন
তখন আমার চোখ কাঁদেনি কেঁদেছে এ মন
কোন কারণে মারলো তারা কোন বা দোষে হায় ।
সব মেঘে তো হয় না বৃষ্টি
তাই বলে কি মেঘ না
পাহাড় আবার কাঁদতে পারে
তাই তো বহে ঝরণা।
খুনের বদলা নেয়া কি আর বসে থাকার নাম
অশ্রু ঝরে দিন কাটালে শোধ হবে কি দাম
আলোকেরই দৃপ্ত পথে চলতে হবে তাই ।