(কোরাস) চোর ধররে চোর ধররে চোর চইলা যায়
উত্তম মাধ্যম দেরে কয়টা চুরির স্বাদ মিটায়
(একক) মাইরেন না ভাই মাইরেন না ভাই
আমি নই তো চোর
(কোরাস) চুরি কেন করিসরে তুই
লজ্জা নাই কি তোর ।
(একক) দাদায় করতো চুরি এখন আব্বা করে ভাই
বংশগত চোর আমি আমার তো দোষ নাই
মুরগি চুরি করছিরে ভাই আমি কিছু দিন
আব্বা কইছে গরু চুরি করবি প্রতিদিন
আজকে চুরি করতে গিয়া
হইয়া গেছে ভোর।
(একক) ছোট্ট বেলায় করছি কত আম কাঁঠাল চুরি
লোকে কইছে আছাড় মাইরা বাইর করবো তোর ভুরি
চলা ফেরা practice করছি অন্ধকারের মাঝে
সেই চলাটাই আজকে আমার লাগতাছে ভাই কাজে
পড়া শোনা চুরি কইরা পড়ি ক্লাস ফোর ।
(একক) আম্মার বালিশ চুরি কইরা আব্বারে যে দিছি
ভাইয়ের কাঁথা চুরি কইরা আমি ঘুমাইছি
ওসব কথা আমি তো আর বলব নারে ভাই
গরিব বইলা আমাদেরকে দেখার যে কেউ নাই
তাই আব্বা কইছে কররে চুরি আমরা হইলাম poor
(একক) শরীর আমার তেলে মাখা পিছলা করছি ভাই
আপনারে যে ধরবেন আমায় কারো সাধ্য নাই
তাই ছাইরা দেন ভাই আমি আমার জীবনডা বাচাই
(কোরাস) যতই বুদ্ধি করিসরে তুই
ছাড়া ছাড়ি নাই ।