ছলাৎ ছলাৎ ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে
নদী রে তোর দুঃখ আমি বুঝতে পারি না যে।
উথাল-পাথাল ঢেউয়ের টানে টানে
ক্লান্তি ছাড়া ছুটিস ভাটির পানে
তোর পায়ে-পায়ে চলার গতি
প্রাণে প্রাণে বাজে।
বাঁকের পরে বাঁক পেরিয়ে শেষে
থামবি ওরে কোথায় গিয়ে কোন সুজনার দেশে?
কোথায় যাবি কোন ঠিকানায় নদী
কোন সুদূরে বলিস আমায় যদি
কার টানে তুই ছুটিস ওরে
কার ভাবনার মাঝে ।