গানের স্বরলিপি

ছোড ছোড ঢেউ তুলি ফানি

ছোড ছোড ঢেউ তুলি ফানি
ছোড ছোড ঢেউ তুলি
লুসাই ফাহার উরত্তুন নামিয়েরে
যারগই হর্ণফুলিত।

এক কুলদি শহর বন্দর
নগর হতো আছে
আরেক কুলত সবুজ রোয়ার মাথা
সোনালী ধান হাঁসে,
হালদা ফাঁডা গান ফুনাইয়েরে
সাম্পার যারগই ফাল তুলি (অভাই)।

হতো নাদির অস্তর বউ জি
ফানি আইনতো যার
হতো ফাখি গাছর আগাত বই
হতো গান ফুনার,
গাছর তলাত মালহা বানুর গান
গৌরব ফোঁয়া গার ফরার খুলি (অভাই)।

পাহাড়ি হোন সুন্দরী মাইয়া
ঢেউয়ের তালত বাই
শিয়ান গরি উডি দেহে তার
হানর ফুল আর নাই,
যেদিন হানর ফুল আজাইয়ে
এই দিনত্তুন নাম হর্ণফুলি (অভাই)

0 Likes |

85 views |

0 Likes |

85 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

কাগুর বয়স অইসে হত্তইর
গীতিকারঃ স্বাধীন মুরশিদ
সুরকারঃ সুমন ইকবাল
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
মিবাই ও মিবাই আমারে নাঙা ভাবি
গীতিকারঃ সাইফুল আরেফীন
সুরকারঃ সাইফুল আরেফীন
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
নাতি খাতি বেলা গেলো
গীতিকারঃ মো: হাফিজুর রহমান
সুরকারঃ মো: হাফিজুর রহমান
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
হাল জুরব্যার সময় হছেরে
গীতিকারঃ মাহফুজুর রহমান আখন্দ
সুরকারঃ মাহফুজুর রহমান আখন্দ
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
কচু হাতার হানিরে ভাই
গীতিকারঃ অধ্যাপক মোহাম্মদ হাশেম
সুরকারঃ অধ্যাপক মোহাম্মদ হাশেম
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
আমার গাউত যাইতায়নি ছুঙ্গা
গীতিকারঃ এস এম কামারুজ্জামান
সুরকারঃ এস এম কামারুজ্জামান
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
বাপ গ্যালছে লা লিয়া পদ্মা লদীতে
গীতিকারঃ আমিরুল মোমেনীন মানিক
সুরকারঃ আমিরুল মোমেনীন মানিক
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
হারা বচ্ছর ল্যাকলা পরলা গেদু
গীতিকারঃ মালিক আবদুল লতিফ
সুরকারঃ মালিক আবদুল লতিফ
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
অভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান
গীতিকারঃ মনির ঘোষ দস্তিদার
সুরকারঃ মনির ঘোষ দস্তিদার
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান