গানের স্বরলিপি

ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়
গীতিকার: মোশাররফ হোসেন
সুরকার: মোশাররফ হোসেন

ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়
ভয় করি না তাতে
নবী মোর আছেন তরীতে কাণ্ডারী হয়ে
রক্তে মশাল জ্বেলে ।

যুগে যুগে যারা বেয়ে গেল তরী
তাদের ইতিহাস দেখ
যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে
তাদের ছবি হৃদে আঁকো
লহুর সাগরে ভাসিয়ে ডিঙ্গা যাবে সে ঐ কিনারে।

কোথা হাসান হোসেন কোথা বেলাল আজ
কোথা ইমাম তাইমিয়া
কোথা সাইয়্যেদ কুতুব কোথা হাসানুল বান্না
কোথা মালেকের ঠিকানা
সবই চলে গেছে রেখে গেছে তরী
সে তরী বাধা না মানে ।

ঐ দেখ দূরে খাব্বাব ডাকিতেছে
লহুতে ভিজিয়ে বালুকা
নিল রে নিল কেড়ে কাফের শয়তানে
হামজার কলিজা
এখানে কি কেউ নেই আল্লারও পথে
জীবন মরণ বিলাতে।

0 Likes |

155 views |

0 Likes |

155 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

বেরিয়েছে যে কাফেলা
গীতিকারঃ আবুল আলা মাসুম
সুরকারঃ আবুল আলা মাসুম
ক্যাটাগরিঃ প্রেরণার গান
আঁখি জলে ভাসি
গীতিকারঃ আব্দুশ শাকুর তুহিন
সুরকারঃ আব্দুশ শাকুর তুহিন
ক্যাটাগরিঃ প্রেরণার গান
ওরা আমায় বুঝলো না মা
গীতিকারঃ লিটন হাফিজ চৌধুরী
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ প্রেরণার গান
পাখিদের নীড়ে তারাদের ভীড়ে
গীতিকারঃ আবু তাহের বেলাল
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ প্রেরণার গান
ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়
গীতিকারঃ মোশাররফ হোসেন
সুরকারঃ মোশাররফ হোসেন
ক্যাটাগরিঃ প্রেরণার গান
তোমরা ভুলে গেছো মালেক
গীতিকারঃ আসাদ বিন হাফিজ
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ প্রেরণার গান
যারা আল্লাহর পথে চলে
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ প্রেরণার গান
চোখের অশ্রু ঝরালে কি
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ জাহাঙ্গীর আলম
ক্যাটাগরিঃ প্রেরণার গান
আমি আমার এ দুটি আঁখি
গীতিকারঃ লিটন হাফিজ চৌধুরী
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ প্রেরণার গান