ঝরা পাতা ঝড় কে ডাকে
ওলী ডাকে বকুলেরে
আমার ও ঝড় তুমি
আমার ও বকুল তুমি
আমি ডাকি তোমারে।
চাঁদ ডাকে জোৎনারে
নদী ডাকে মোহনারে
আমারো জোৎনা তুমি
আমারো মোহনা তুমি
আমি ডাকি তোমারে।
মরু কাঁদে বৃষ্টি চেয়ে
আমি কাঁদি স্রষ্টা চেয়ে
আমার ও বৃষ্টি তুমি
আমার ও স্রষ্টা তুমি
আমি ডাকি তোমারে।