গানের স্বরলিপি

টিক টিক যে ঘড়িটা
গীতিকার: মতিউর রহমান মল্লিক
সুরকার: মতিউর রহমান মল্লিক

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।

ঝক ঝক ফক ফক করে যদিন ঘড়ির চেহারা
তদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে।

চক চক তক তক জীবন ঘড়ি করে যতোদিন
দাম থাকে তার সবার কাছে বন্ধু ততোদিন
মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে ।

হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ।

যায় যায় যায় যায় দিন চলে যায় কুরআন পড়লাম না
কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না
সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে ।

0 Likes |

82 views |

0 Likes |

82 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

দাও খোদা দাও হেথায় পূর্ণ
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
কেউ ছুঁতে চায় তারার আলো
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
আমাদের নিয়তে দাও
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
আমাকে দাও সে ঈমান
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
এখনো মানুষ মরে পথের পরে
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
মুসলিম আমি সংগ্রামী আমি
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
তিনি ননতো শুধু আরবের
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ ন্দকার রাশিদুল হাসান তপন
আল কুরআনকে ভালোবেসে
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক
শহীদে শহীদে জনপদ শেষ
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক