ডালে ডালে পাখির বাসা
মিষ্টি মধুর পাখীর ভাষা
সাত সাগরে নদীর বাসা
কুলু কুলু নদীর ভাষা
হাজার সুরে হাজার ভাষায় এই দুনিয়া ঘেরা
মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা।
এই ভাষাতে শিশু দোলে
ছড়ার সুরে মায়ের কোলে
এই ভাষারই কলরোলে
কিসসা কথা দুয়ার খোলে
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীরা করে চলা ফেরা
আর মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা।
খোকা খুকু এই ভাষাতে
লেখন লিখে পাঠশালাতে
জ্ঞানী গুণী এই ভাষাতে
লেখন লিখে দিনে রাতে
ভাবের মানিক রতন দিয়ে ভরান ভাষার ডেরা
আর মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা।