তুমি কত সুন্দর কী করে বোঝাই
কোন ভাষা পাই না খুঁজে
তোমার তুলনা তুমি নিজে ।
বেকারার প্রজাপতি গোলাপের মুখে
কী করে দোলায় পাখা বুক ভরা সুখে
কোন সুখে এত সুখী বুঝে আসে না যে ।
গভীর রজনী ভরা আকাশের তারা
কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা
তোমার প্রেমের ভার আর সহে না যে।
সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে
এত ভালোবাসাবাসি কেন মনে জাগে
আবার বিরহ ঝরে আঁখি ভিজে ভিজে ।