তুমি কাঁঠাল পাতার রঙ দেখনি
বুঝি হরিৎ বাঁশের বন দেখনি
পরতে পরতে তার ছড়িয়ে আছে
শিল্পের মনোময় হরিণী।
বনে বনে নেচে যায় দখিনা বাতাস
আকাশে উড়ায় পাখা মেঘেদের হাস
বৃষ্টিরা নেমে আসে আকাশ ঘিরে
বিজলিরা হেসে মরে তা কি দেখনি।
বৃক্ষের কাছে এসে একটু দাঁড়াও
পাতার সবুজ দেখো দু’চোখ ভরে ।
রঙে রঙে ভরে উঠে শিমুলের ডাল
সে কোন শিল্পী অপরূপ তুলি তার
জাল জাল নদী বয় স্রোতের টানে
বৃক্ষেরা ফুলে ফলে ভরে তখনি ।