তোমরা ভুলে গেছো মালেক ভাইয়ের নাম
যে মালেক জীবন দিয়ে দ্বীনের পথে করেছে সংগ্রাম ।
এখন আর পুরোনো সেই
দিনের কথা মনে পড়ে না
হেঁটে সেই শহরতলী
যাবার জন্য পা তো সরে না
এখন আর কারো কাছে নেই
হৃদয়ের এতটুকু দাম ।
এখন আর উপোস দিয়ে
ভাইকে তো কেউ খেতে বলে না
এখন আর একটা শার্টে
কারো তো আর জীবন চলে না।
রাত্রি জেগে দ্বীনি ভাইকে
এখন তো কেউ লেখে না নীল খাম ।
এখন আর সকাল বিকাল
হৃদয়ে কেউ স্বপ্ন আঁকে না
এখন আর ফজর পড়তে
ঘুম থেকে কেউ ডাকতে আসে না।
সেই টিএসসি রমনা আছে
আজ সেখানে কেউ ফেলে না ঘাম ।