তোমাকে ভুলে প্রভু
আমি তো নেই ভালো নেই
জাহেলিয়াতের মাঝে
সুখ নেই গেছি বুঝে
শান্তি তো আছে তোমাতেই।।
আমার এ মনন জুড়ে আজাজিলের বসবাস
আমাকে দেখে রোজই ভুবন করে উপহাস।
এ হৃদয় ওঠে কেঁপে
কান্নারই ঢেউ ছেপে-
বারিধারা দেয় সাড়া যেই।।
আলোর মশাল রেখে
আলেয়ার পিছু পিছু ছুটেছি কত
স্বপ্ন আকাশ ছুঁতে
নিরাশায় হলাম ব্যথিত।
পার্থিব এই জীবনে হয়েছি যে পথহারা
ইবাদাতে মন দিলে পিছু নেয় রিপুর তাড়া।
পাপ মুছে বারেবারে
করুণা করো যারে-
তোমারই কাছে ফেরে সেই।।