তোমার নামে যদি গান গাওয়া হয়
গান সুন্দর হয়
তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়
চোখ সুন্দর হয় ।
তোমার নূরের আভা চাঁদকে দিলে
চাঁদ জোছনা পেলো
তোমার প্রেমের রঙ সূর্য নিয়ে
সে যে দীপ্ত হলো
তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়
ফুল সুরভিত হয়।
তোমার খুশিতে রঙধনু উঠে আকাশে
তোমার ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে
তোমার পরশ পেয়ে গাছের পাতা
জানি সবুজ হলো
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে
সে যে শুভ্র হলো
তোমার অমিয় বাণী হৃদয়ে আমার
সুর সঙ্গীত হয়।
 
								 
															 
															