গানের স্বরলিপি

তোমার নামে যদি গান

গীতিকার: মহীউদ্দিন আবু তাহের

সুরকার: মহীউদ্দিন আবু তাহের

তোমার নামে যদি গান গাওয়া হয়
গান সুন্দর হয়
তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়
চোখ সুন্দর হয় ।

তোমার নূরের আভা চাঁদকে দিলে
চাঁদ জোছনা পেলো
তোমার প্রেমের রঙ সূর্য নিয়ে
সে যে দীপ্ত হলো
তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়
ফুল সুরভিত হয়।

তোমার খুশিতে রঙধনু উঠে আকাশে
তোমার ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে

তোমার পরশ পেয়ে গাছের পাতা
জানি সবুজ হলো
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে
সে যে শুভ্র হলো
তোমার অমিয় বাণী হৃদয়ে আমার
সুর সঙ্গীত হয়।

0 Likes |

113 views |

0 Likes |

113 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

প্রভু শুকরিয়া জানাই
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
ক্যাটাগরিঃ হামদ
গানের কথায় ওগো তুমি রবে
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
মাওলা তোমার নামের ধ্বনি
গীতিকারঃ এইচ রহমান
সুরকারঃ দিদারুল ইসলাম
ক্যাটাগরিঃ হামদ
তুমি কত সুন্দর কী করে বোঝাই
গীতিকারঃ জাকির আবু জাফর
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ হামদ
আয় মেরে মালিক
গীতিকারঃ আবদুল ওয়াদুদ
সুরকারঃ আবদুল ওয়াদুদ
ক্যাটাগরিঃ কাওয়ালী, হামদ
তুমি আসমানে থাকো প্রভু
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
আল্লাহ তোমার দয়া কত
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ হামদ
সাগরের ঢেউয়ের দোলাতে
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ জুলকারনাইন বাহলুল
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত, হামদ
তোমার মহান নামে খুঁজি
গীতিকারঃ তাফাজ্জল হোসাইন খান
সুরকারঃ তাফাজ্জল হোসাইন খান
ক্যাটাগরিঃ হামদ