তোরা চাসনে কিছু কারো কাছে
খোদার মদদ ছাড়া
তোরা পরের উপর ভরসা ছেড়ে
নিজের পায়ে দাঁড়া ।
পরের উপর ভরসা করে
ক্ষয়ের পথে যাসনে ঝরে
ভয়ের পথে যা বাজিয়ে
জয়েরও নাকাড়া ।
খোদার মদদ পেয়ে যারা হলো জাহানজয়ী
তারা মাড়িয়ে গেল মৃত্যু-দুয়ার রাত্রি তিমিরময়ী
নিজের পায়ে দাঁড়াস যদি
বইবে আবার আলোর নদী
এই দুনিয়ার গুলশানে ফের
জাগবে নতুন সাড়া ।