তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে ॥
কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো ওই
কালমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই
খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো ওই
আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলো ওই
পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে ॥
মানুষে মানুষে অধিকার দিল যে জন
এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন
মানুষের লাগি চির দীনহীন বেশ ধরিল যে জন
বাদশা ফকিরে এক শামিল করিল যে জন ॥
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি
আজই মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরোলে ॥