ধানের ক্ষেতে সবুজ জলের ঢেউ
দুলে দুলে দিগন্ত পানে
ছুটে চলেছে ঐ
সে ঢেউ কখনো রৌদ্র আবার
কখনো মেঘময়
প্রাণটাকে করে মোহময়।
প্রবাহিত পবন শিশির
শব্দ যেন অন্তহীন
কাশফুলেরি শুভ্র ঝালর
দুলছে হেসে অমলিন
অনির্বচনীয় রূপ সুষমা
হৃদয়কে করে তন্ময়
স্রষ্টার প্রেমে প্রেমময়।
মন মোহিনী শুভ্র বকের
বর্ণালিয়া মেলা
নীল আকাশে অভ্র মেঘে
ভেসেছে রূপসী ভেলা
নদীর মধুর তান কল্লোলিয়ায়
প্রকৃতি হয় মধুময়
স্রষ্টার প্রেমে প্রেমময় ।