(খুলনা)
নাতি খাতি বেলা গেলো শুতি পারলাম না
আহারে ছদরদ্দির মা, আ ।
বড় চাচার গরু ছুটে কদুর জাংলে খালো
চাচায় আ’সে খালি খালি চাচীরে ক্যান মা’ললো
(হায়রে) সুমায় থাকতি বাড়ির কেউতো চোহি দে’খলো না ।
কষ্ট ক’রে কুষ্টার বুঝা হাটে নিয়ে গেলো
বেতি না পা’লো চাচা কুষ্টা ফিরেয় আনলো
(হায়রে) দেরি ক’রে যাওয়ার জন্যি সদাই হইলেঅ না ।
বিয়ানের কাম চাচা আমার করে ভা’টেল ব্যালা
হর হামেশা সেই জন্যি খায় চাচী জানের ঠ্যালা
(হায়রে) চাচীর কপালে আল্লাই সুখ যে দিল না ।