নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি,
বিশ্বাসে তাই আমি, না দেখে তোমায় মানি
সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ
তোমার মিজানে মেপো না আমায় প্রভু
গোপনে ক্ষমা করে দিও তুমি ।
তোমার অবাধ্য হলে তার জন্য
প্রতিশোধ নাও না তুমি তো হে প্ৰভু
বরং তোমারে যে মানে কিবা না মানে
সবাই তোমার আলো সমীরণ পায় তবু
বাঁচে না এ জগতে তোমার করুণা ছাড়া
একটি মুহূর্ত কোন প্রাণি ।
আমার এ ক্ষুদ্র হৃদয়ের মিনতি
তোমার সীমাহীন রহমতের দ্বারে
আমাকে ফিরিয়ে দিও না হে রহমান
আমি যে অসহায় ধরো না পরপারে
আমার জীবনে দিও না কোন বিপদ
কিংবা অপমান দুঃখ গ্লানি ।