পথ ধরো ভাই পথ ধরো
সত্য সঠিক পথ
আল-কুরআনের পথ ধরো
থাকবে না বিপদ ।।
–
তোমার চলা পথ যেন
সবার সেরা হয়
কথায় কাজে কেউ যেন
পায় না কোন ভয়
সামনে দেখো আবার দেখো
সুদূর ভবিষ্যৎ
আল-কুরআনের পথ ধর
থাকবে না বিপদ ।।
–
সাত সকালে নামাজ শেষে
কুরআন পড়ে নাও
সেরার ভেতর সেরা হতে
হেরার পথে যাও
সামনে তোমার আসবে তবে
কল্পনাতীত রথ
আল-কুরআনের পথ ধর
থাকবে না বিপদ ।।