পৃথিবীতে কেউ স্থায়ী হয় না
হোক না সে ফেরাউন কিবা নমরূদ
কেউ ভবে চিরকাল রয় না ।
চলে যায় সব ছেড়ে যেতে হয়
মৃত্যু মানে না কোন পরিচয়
সব রাজা মহারাজা আর মহাবীর
কাউকে সে অবকাশ দেয় না।
ফেরাউন শেষ তক ছিলো না
মৃত্যু তাকেও ছেড়ে দিলো না
থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন
কেউ আজ তার হয়ে রয় না।
এই সেই পিরামিড দাঁড়িয়ে
আকাশের দিকে মাথা বাড়িয়ে
ইতিহাস হয়ে আছে চিরকাল
ফেরাউন শুধু ভবে রয় না ।
নীলনদ আজো আছে থাকবে
চিরদিন সত্যকে ডাকবে
ডেকে ডেকে বলে যাবে দিন রাত
কেউ যেন ফেরাউন হয় না ।