পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা
যার পায়ের নিচে বেহেশত আমার
সেই তো আমার মা।
দশ মাস দশ দিন গর্ভে ধরে,
কষ্ট করলেন যিনি
প্রসবেরই যন্ত্রণাতে ছট ফট করলেন তিনি
সেই মায়েরই কষ্টের ঋণ তো
শোধ দিতে পারবো না ।
মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা
হাসি মুখে থেকেছে কাউকে
বুঝতে দেয়নি ব্যথা
এমন মায়ের কারোর সাথে হয় না তুলনা ।
মা বলে নামাজ রোজা কর তুই
কোরআন হাদিস পড়
খোদার বিধান করতে কায়েম
বাতিলের সাথে লড়
দ্বীনের পথে চলতে যে মা নিষেধ করে না ।