গানের স্বরলিপি

প্রতিদিন সূর্য ফিরে
গীতিকার: চৌধুরী গোলাম মাওলা
সুরকার: চৌধুরী গোলাম মাওলা

প্রতিদিন সূর্য ফিরে
ফিরে সোনালি জোছনা শুধু
ওরা ফিরে না শুধু ওরা ফিরে না
চলে গেছে ওপারে সুন্দর জীবনে ।

শোষণের নাগপাশ ছিঁড়তে গিয়ে
রাসুলের পথ ধরে চলতে গিয়ে
হায়েনার ছোবলে যে সোনামনি মানিকেরা
হারিয়ে গেছে.. চলে গেছে..।

কিষাণীর মাঝে আছে সোনালি সম্ভার
গাছে গাছে ফোটে ফুল আহা কী যে বাহার
নদীতে উজান আসে জীবনেও জোয়ার
শুধু ওরা আসে না… চলে গেছে।

থাক খালি পড়ে থাক মায়ের ঐ বুক
রক্তে ধুয়ে আসুক মুক্তি আসুক
গেছে যারা তাদেরি পথ ধরে মুক্তির
থেমে আসে..চলে গেছে.. ।

0 Likes |

156 views |

0 Likes |

156 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

বেরিয়েছে যে কাফেলা
গীতিকারঃ আবুল আলা মাসুম
সুরকারঃ আবুল আলা মাসুম
ক্যাটাগরিঃ প্রেরণার গান
আঁখি জলে ভাসি
গীতিকারঃ আব্দুশ শাকুর তুহিন
সুরকারঃ আব্দুশ শাকুর তুহিন
ক্যাটাগরিঃ প্রেরণার গান
ওরা আমায় বুঝলো না মা
গীতিকারঃ লিটন হাফিজ চৌধুরী
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ প্রেরণার গান
পাখিদের নীড়ে তারাদের ভীড়ে
গীতিকারঃ আবু তাহের বেলাল
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ প্রেরণার গান
ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়
গীতিকারঃ মোশাররফ হোসেন
সুরকারঃ মোশাররফ হোসেন
ক্যাটাগরিঃ প্রেরণার গান
তোমরা ভুলে গেছো মালেক
গীতিকারঃ আসাদ বিন হাফিজ
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ প্রেরণার গান
যারা আল্লাহর পথে চলে
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ প্রেরণার গান
চোখের অশ্রু ঝরালে কি
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ জাহাঙ্গীর আলম
ক্যাটাগরিঃ প্রেরণার গান
আমি আমার এ দুটি আঁখি
গীতিকারঃ লিটন হাফিজ চৌধুরী
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ প্রেরণার গান