প্রভু শুকরিয়া জানাই
তোমায় শুকরিয়া জানাই
তুমিতো রখেছো আমায়
রহমের শীতলও ছায়ায়
শুকরিয়া জানাই
—–
বিশ্বাস রেখেছি যে তোমারি মতে
মিনতি করি আরও
রেখো সদা তোমারি পথে
আমাকে রেখো বেঁধে তোমারি মায়ায়
—-
আঁকড়ে থাকি যনে রাসুলের সুন্নাত
হতে পারি যনে তাঁর অতি প্রিয় উম্মাত
যেন হাশরে এই বান্দা
রাসুলের সাফায়াত পায়