প্রস্তুতি নাও মন সিয়ামের
সকাল দুপুর আর
সন্ধ্যাটা আল্লাহর
রাতটাও হয়ে যাক কিয়ামের।
রিপুর বাসনা গাঙে ভাসে যদি মন
জীবনের আহ্বানে নাচে অনুক্ষণ
থামাও সে পাপ নদী পুণ্য বাঁধে
পাল্লাটা হোক ভারী মিযানের।
রাইয়্যানী ঢেউয়ে ঢেউয়ে পাল তোল তোল পাল
সুপথের অভিমুখে ধরো জীবনের হাল ।
রহম-ঝরা এ ক্ষণ পাবে কি আবার
মাগফিরাতের রঙে এই মন রাঙাবার
দুনিয়ার পিছুটান থাক না পড়ে
দুনিয়াদারীর বোঝা থাক না পড়ে
তিলক্ষণ নেই আজ বিরামের।