বছর ঘুরে নতুন চাঁদে এলো খুশির বান
আহলান সাহলান মাহে রামাদান
হামদে শোকর গাহি চলো আসমানি সে গান
আহলান সাহলান মাহে রমাদান
ফুল পাখিরা গাইছে আজি নাতের জোয়ারা
আসমানের চাঁদ তারা গাহে হামদে ফোয়ারা
এই জামিনে দাও বয়ে দাও সুখ অফুরান
ঝিরিঝিরি বইছে আজি উত্তুরের হাওয়া
সেই হাওয়াতে দোল খেয়ে সুর অঞ্জলি গাওয়া
ঘরে ঘরে খুশবু ছড়াও মা’বুদ মেহেরবান
কে ধনী কে গরীব সেথায় ফারাক বর্তে না
দীল খুশিতে মখমলে সুখ সর্গ মর্তে না
হলদে পাখি ডাক পড়েছে আসুক মেহমান