গানের স্বরলিপি

বাঁশের পালকি চইড়া মাগো
গীতিকার: মামুন সারোয়ার
সুরকার: রোকনুজ্জামান

বাঁশের পালকি চইড়া মাগো
যাও যে কোথায় চলে
কোথায় আবার ঘর বানায়লা
যাওনা আমায় বলে ।

বুকে বড় স্বপ্ন ছিল
থাকব তোমার সাথে
তোমার সাথে কাটবে সময়
সকাল দুপুর রাতে
একটুখানি কওনা কথা
ভাসি নয়ন জলে ।

তুমি ছাড়া কেমনে থাকি
একলা শূন্য ঘরে
কেউতো ভালোবাসে না আর
এই পৃথিবীর পরে
ও দয়াময় আমার মাকে
জান্নাতে নাও তুলে ।

0 Likes |

130 views |

0 Likes |

130 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

এই ফরিয়াদ তোমার কাছে
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
আজ বুঝি গো মায়ের ব্যথা
গীতিকারঃ জাফর ফিরোজ
সুরকারঃ আবদুস সালাম
আজো সেই চাঁদটা আসে রাতে
গীতিকারঃ সোহাগ চৌধুরী
সুরকারঃ এস এম মঈনুল ইসলাম
স্কুলে যেতাম আমি বাবার হাত ধরে
গীতিকারঃ সুমন আজিজ
সুরকারঃ সুমন আজিজ
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
গীতিকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
সুরকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
আজো সেই চাঁদটা আসে রাতে
গীতিকারঃ সোহাগ চৌধুরী
সুরকারঃ এস এম মঈনুল ইসলাম
বাবা মানে হাজার বিকেল
গীতিকারঃ তাসনীম সাদিয়া
সুরকারঃ তাসনীম সাদিয়া
বোনের জন্য কাঁদে আমার মন
গীতিকারঃ জাকির আবু জাফর
সুরকারঃ মশিউর রহমান
বিমূর্ত ছবিগুলো অ্যালবাম জুড়ে
গীতিকারঃ আমিরুল মোমেনীন মানিক
সুরকারঃ আমিরুল মোমেনীন মানিক