(রাজশাহী)
বাপ গ্যালছে লা লিয়া পদ্মা লদীতে
ও ভাই তুমি যাইছো কোতি মাছ কি ধরিতে।
আমাহারে পদ্মা লদী
লা চলে বারো মাস
বরষা কালে পানির সুতে
ঘটায় সব্বনাশ
আমাহারে সময় কাটে
এখানে দিনে রাতে ।
পদ্মা লদী আগের মুতন
জাহাদ আর চলে না
আগের মুতন বরো বরো
ইলশ্যা মেলে না।
কারণডা বুইল্যা দাওনা
ফরাক্কার কারণে ।