বিজয়ের ফুল ফুটল বলেই আমার বাংলাদেশে—
অন্য হাজার ফুলের সুবাস বাতাসে বেড়ায় ভেসে।।
বিজয়ের পথ ধরে—
চলতে চলতে অমলিন এক ইতিহাসে ফিরে যাই
নিজেকে তখন ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়ে খুঁজে পাই।
শত শহীদের অগণন স্মৃতি সামনে দাঁড়ায় এসে।।
শিকলবিহীন মানচিত্রের গভীরে তাকিয়ে থাকি—
নতুন বিজয় আনব বলেই সাহসের ছবি আঁকি।
আগামীর মুখ চেয়ে—
জ্বলতে জ্বলতে প্রেরণার দীপ অবিনাশী হয়ে রয়
জেগেছি বিপুল ‘স্বপ্নদ্রষ্টা’, বুকে নেই কোনো ভয়।
প্রিয় আঙিনায় সাম্যের ছবি উঠবে আবার হেসে।।