বিয়ে শাদি হয় না রে ভাই খোদার হুকুম ছাড়া
পাড়া পড়শী বন্ধু স্বজন দিক না যতই তাড়া।
যার নসীবে যে আছে রে আরশ থেকে লেখা
শত যোজন দূরে হলেও পাবে তারই দেখা
চারিদিকে পড়ে তখন আয়োজনের সাড়া ।
ঘর বাঁধো গো জামাই-বধূ নিবিড় পরিচয়ে
সবাই খুশি আজ তোমাদের শুভ পরিণয়ে
সুরে গানে তোমরা আজি হও গো মাতোয়ারা।