বিয়ে শেষে বুবু আমার
যাচ্ছে স্বামীর ঘরে
ছেড়ে যাবার কষ্টে সবার
চোখের পানি ঝরে।
একুশ বছর ছিলে বুবু
আমাদেরি মাঝে
যাবে চলে এখন তুমি
অন্যজনের সাথে
এইতো বিধি খোদার নীতি
আমাদেরি তরে ।
একটু আগেও আনন্দ যার
ছিল চোখে মুখে
বিদায় বেলা অঝর কান্না
ছেড়ে যাবার দুঃখে
বুক ভেঙে যায় কান্না ফুরায়
প্রিয় বুবুর তরে ।
বাবা মায়ের আদর সোহাগ
সারা বছর পেলে
যাবার কালে যাই ভেসে যাই
দু’নয়নের জলে
ভালোবাসার বাঁধনখানি
বাঁধে এমন করে ।