বৃষ্টি ঝরাও মনের কোণে
অশান্ত মন শান্ত যদি হয়
প্রভু তোমার ভালোবাসা
পেলে জীবন হবে মধুময়।
মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা
প্রভু তোমার ঠাঁই পেলে মন ভ্রান্ত হবে না
তুমি বিরাগভাজন হলে
সবি হবে লয় ।
হতাশ হলে কেউ তো আমায় দেয় না প্রেরণা
মেঘের শীতল ছায়ার মত দিও করুণা
তুমি যদি দূরে রাখ
আসবে পরাজয় ।