মনের ভুবন ধূসর হলে কুরআন পড়
তখন তোমার হৃদয় হবে সবুজ পাতা
পাতার ফাঁকে ফুটবে নতুন গোলাপ কুঁড়ি
রঙিন হবে আমলনামার মলিন খাতা
ইকরা- ইকরা- ইকরা- ইকরা-
ওয়া রাত্তিলিলিল কুরআনা তারতীলা ।।
–
যে দেখেছ ভোরের বাগান তাকে বলি
একটি হরফ যেন ফুলের দশটি কলি
ফজর শেষে তেলাওয়াতের সুর ঝরালে
এক বসাতে হবে হাজার মালা গাঁথা ।।
–
কুরআন পড়ে জীবন কর সুবাসিত
সেই সুবাসে এই পৃথিবী মধুর হবে
মধুর হবে মুখের ভাষা বুকের আশা
শীতল নদী বইবে তোমার অনুভবে ।।
–
যে দেখেছ রাতের আকাশ তাকে বলি
একটি আয়াত যেন হাজার তারার কলি
দিনের শেষে তেলাওয়াতের সুর ঝরালে
মিষ্টি আলোয় ভিজবে মনের নকশীকাঁথা ।।