মন মাঝি মন মাঝি ঢেউ দুলে দুলে
বৈঠা বেয়ে যাই/আয় পাল তুলে তুলে
সোনার ঐ মদিনায়
পেরিয়ে হাজার নদী মাড়িয়ে সাগর ঢেউ
নবীর দেশে যাবো আর যাবে কি কেউ
ভয় পাবো না ঝড় বাতাস আর
বৈরী আবহাওয়ায়
জ্বালাতে গিয়ে আলো জাহেলি আঁধারে
সয়েছো কত ব্যথা হৃদয় পাথারে
রক্ত ঝরেছিলো তোমার
কোন তায়েফের গায়