মাওলা তোমার নামের ধ্বনি
আমার কানে বাজে
দাওনা আমায় ক্ষমা করে
যত গুনাহ আছে।
কথায় কাজে জীবন আমার কবুল করে নিও
ভুল করে পথ চললে তুমি পথের দিশা দিও।
বান্দাহ তোমার দিবা নিশি
অপার রহম যাচে-
মাওলারে —– ও ও ও মাওলারে। ঐ
সকাল দূপুর সন্ধ্যা রাতের জোছনা তারার উঁকি
গান কবিতায় গল্প কথায় মহিমা যার আঁকি।
সুর ছড়াবার সত্যা সাহস
দাওনা সবার মাঝে-
মাওলারে —– ও ও ও মাওলারে। ঐ