গানের স্বরলিপি

মাগো তুমি ভোর হয়ে যাও
গীতিকার: আবদুস সামাদ রাজু
সুরকার: চৌধুরী গোলাম মাওলা

মাগো তুমি ভোর হয়ে যাও ভোর হয়ে যাও ভোর
মাগো তুমি দোর হয়ে যাও আমার চোখের দোর
একটু তুমি রোদ হয়ে যাও
একটু আলোর খেলা
আলোর বানে ভাসাও তুমি
আমার সারাবেলা
একটু হও না শুভ্র স্বপন রাত হলে মা ঘোর৷৷

একটু তুমি চাঁদ হয়ে যাও
একটু হিমেল হাওয়া
নিত্য মাগো আমার মনে
করো আসা যাওয়া
কিন্তু মাগো নাই হোয়ো না এই অনুরোধ জোর।।

একটু মাগো মেঘ হয়ে যাও
একটু তারার মেলা
একটু তুমি দাও না আদর
একটু অবহেলা
কিন্তু মাগো নাই হোয়ো না এই অনুরোধ জোর।।

0 Likes |

81 views |

0 Likes |

81 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

এই ফরিয়াদ তোমার কাছে
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
আজ বুঝি গো মায়ের ব্যথা
গীতিকারঃ জাফর ফিরোজ
সুরকারঃ আবদুস সালাম
আজো সেই চাঁদটা আসে রাতে
গীতিকারঃ সোহাগ চৌধুরী
সুরকারঃ এস এম মঈনুল ইসলাম
স্কুলে যেতাম আমি বাবার হাত ধরে
গীতিকারঃ সুমন আজিজ
সুরকারঃ সুমন আজিজ
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
গীতিকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
সুরকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
আজো সেই চাঁদটা আসে রাতে
গীতিকারঃ সোহাগ চৌধুরী
সুরকারঃ এস এম মঈনুল ইসলাম
বাবা মানে হাজার বিকেল
গীতিকারঃ তাসনীম সাদিয়া
সুরকারঃ তাসনীম সাদিয়া
বোনের জন্য কাঁদে আমার মন
গীতিকারঃ জাকির আবু জাফর
সুরকারঃ মশিউর রহমান
বিমূর্ত ছবিগুলো অ্যালবাম জুড়ে
গীতিকারঃ আমিরুল মোমেনীন মানিক
সুরকারঃ আমিরুল মোমেনীন মানিক