মানুষের উপকার করে যে মানুষ
মানুষের মধ্যে সে উত্তম ।
মানুষের বিপদে যে হয় না সহায়,
তার চেয়ে কেউ নয় আর তো অধম ।
মানুষের দুঃখে যে পাশে দাঁড়ালো
স্নেহ মায়া-মমতার হাত বাড়ালো ।
রোগে-শোকে সেবা দিয়ে হলো সান্ত্বনা,
কমালো কোমল করে যত যন্ত্রণা,
তার তো তুলনা নেই, তুলনা কোথায়?
সকলের মাঝে সে যে চির উত্তম।
বিধবা ও এতিমের খোঁজ নিয়েছে
আপন জনের মত মন দিয়ে সে।
বেকারের জন্য যে কাজের জোগাড়
করে দিলো-ব্যবস্থা মাথা গোঁজবার;
সে যে নিশ্চই সেরা বান্দা খোদার
খোশ আমদেদ তারে, তারে স্বাগতম ।
অন্যের ঋণ পরিশোধ করে দেয়,
কন্যার দায় থেকে পিতাকে বাঁচায়,
মেহমানদারীতেও পরম আগ্রহ,
আত্মীয়দের খোঁজ নেয় প্রত্যহ,
তার চেয়ে ভালো আর কেবা আছে বলো?
সে যে রসুলের বড় প্রিয়, প্রিয়তম।