মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে
রহমতেরই বাণী নিয়ে
মাগফেরাতের পয়গাম নিয়ে
এলো সবার মাঝে আবার ফিরে।
গুনাহ মাফের এইতো সুযোগ
খোদার প্রিয় হবার এইতো সুযোগ
এই সুযোগে নাও গো তুমি
খোদার রঙে জীবন রঙিন করে ।
পাপী তাপী আয় রে ছুটে
খোদার রহম তোরা নে রে লুটে
পাহাড় সমান গুনাহর বোঝা
দেবেন রহীম সবই ক্ষমা করে।