মা আমিনার কোলে
হাসে আসমানেরী চাঁদ
এই দুনিয়ায় আসলো
নেমে জান্নাতী সংবাদ।।
মা আমিনার চাঁদ
ওগো মোহাম্মাদ
দু জাহানের বাদশা হয়ে
এলেন আলামীন
তামাম ধরায় আসলো ফিরে
নাজাতের সুদিন
জুলুমাতের রাজ্য হলো
নিমেষে বরবাদ।।
হিরা মানিক হাসে দেখো
মা আমিনার কুলে
যার চেহারার নুরের দ্যুতি
আরশ পাকে দোলে।।
নবীজিকে পাথর ছুড়ে
কাফের মুশরিকিন
তার বদলে তিনি দিলেন
ফুলের হাসির চিন
যার খুশিতে ভুবন হাসে
আলোকের উৎপাদ।।