গানের স্বরলিপি

মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া
গীতিকার: আমিরুল মোমেনীন মানিক
সুরকার: আমিরুল মোমেনীন মানিক

মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া,
করেছেন আমাদের ঋণী
গায়ের চামড়া কাটিয়া দিলেও
সেই ঋণ শোধ হবে না জানি
মা সেই ঋণ শোধ হবে না জানি ।

কতদিন দেখি না মায়ের ঐ চাঁদমুখ
কষ্টে হৃদয় পুড়ে
পিঠা পুলি বানাইয়া পায়েশও রান্ধিয়া
মা প্রতীক্ষা করে ।
হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা
তাইতো হয় না যাওয়া গাঁয়ের বাড়িতে।

চিঠি লেখে ছোটবোন টেলিফোন করে
অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে।
ভীষণ জ্বরের ঘোরে মা কাইন্দা বলে
ভুইলা কি গেছিস মোরে ।

হঠাৎ একদিন রাত দুপুরে
একটা খবর এলো
সবকিছুই আছে আগেরই মত
মা হারিয়ে গেল
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া
তাইতো কষ্টে হৃদয় গুমরে মরে ।
মা গো দুঃখিনী মা ।

0 Likes |

83 views |

0 Likes |

83 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

এই ফরিয়াদ তোমার কাছে
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
আজ বুঝি গো মায়ের ব্যথা
গীতিকারঃ জাফর ফিরোজ
সুরকারঃ আবদুস সালাম
আজো সেই চাঁদটা আসে রাতে
গীতিকারঃ সোহাগ চৌধুরী
সুরকারঃ এস এম মঈনুল ইসলাম
স্কুলে যেতাম আমি বাবার হাত ধরে
গীতিকারঃ সুমন আজিজ
সুরকারঃ সুমন আজিজ
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
গীতিকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
সুরকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
আজো সেই চাঁদটা আসে রাতে
গীতিকারঃ সোহাগ চৌধুরী
সুরকারঃ এস এম মঈনুল ইসলাম
বাবা মানে হাজার বিকেল
গীতিকারঃ তাসনীম সাদিয়া
সুরকারঃ তাসনীম সাদিয়া
বোনের জন্য কাঁদে আমার মন
গীতিকারঃ জাকির আবু জাফর
সুরকারঃ মশিউর রহমান
বিমূর্ত ছবিগুলো অ্যালবাম জুড়ে
গীতিকারঃ আমিরুল মোমেনীন মানিক
সুরকারঃ আমিরুল মোমেনীন মানিক