মিথ্যা বলা ছাড়লো না যে,
সত্য বলতে পারলো না যে,
কী লাভ বলো রোজা রেখে তার?
সারাটা দিন রোজাদারের মতো ভান করার?
মৃত ভাইয়ের গোশত খেলো— গীবত করে,
যা-খুশি-তা করলো নিজেই দ্বি-মত করে,
ভ্রান্তপথে পকালো যে,
ইচ্ছা মতো ঠকালো যে,
রোজাদারের দাবি করার তার
ভাই ওরে ভাই শুধু শুধুই কি আছে দরকার?
শুধু উপোস করার জন্য
নয় রে রোজার মাস,
সকল গুণের চর্চা করার
জন্যে এ-মাস খাস্ ।
সকল গুণের চর্চা করতে চাই গো যদি-
কোরআন-চর্চা করতে হবে নিরবধি;
রোজার সাথে সব এবাদাত,
করতে হবে আর এতায়াত,
খুলবে তবেই পুণ্য-পথের দ্বার
পূর্ণ হবে রোজার দাবি নিত্য বারংবার ।