গানের স্বরলিপি

মিবাই ও মিবাই আমারে নাঙা ভাবি
গীতিকার: সাইফুল আরেফীন
সুরকার: সাইফুল আরেফীন

(কুষ্টিয়া)

মিবাই ও মিবাই
আমারে নাঙা ভাবি কানচির পার অম্মা কইরি
খাড়া নয়েচ ক্যান?
শুদ কল্লাম হয়চে কীগো
হ্যাঁগো ভাবি কী হয়েচ
নজ্জাতি মুক ওতার ভাবি
ঘুরা নয়েচ ক্যান।

আমা বাড়ি কুমা বাড়ি
মন বসপিনি
তুমাগেরে কুটা বাড়ি
সেতা মিলতিনি-হেনে-
অম্মা কইরি নাগ দ্যাকালি
ক্যাম্মা হবিনি
অরাম কইরি গাল ফুলালি
আর হবিনানি, হবিনানি, হবিনানি
হে মিবাই ও… ।

শউর মশাই দপায় দপায়
মা ডাকপিনি
শাউড়ি তুমার ঠ্যাকোয় বসে
মায়া করবিনি
গান্দা ছুয়াল এতার ওতার দুলায় দুলবিনি
তাইরে নাইরে নঙের জীবন
মন ভুলাবিনি, ভুলাবিনি, ভুলাবিনি
হে মিবাই ও .. ।

0 Likes |

174 views |

0 Likes |

174 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

কাগুর বয়স অইসে হত্তইর
গীতিকারঃ স্বাধীন মুরশিদ
সুরকারঃ সুমন ইকবাল
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
মিবাই ও মিবাই আমারে নাঙা ভাবি
গীতিকারঃ সাইফুল আরেফীন
সুরকারঃ সাইফুল আরেফীন
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
নাতি খাতি বেলা গেলো
গীতিকারঃ মো: হাফিজুর রহমান
সুরকারঃ মো: হাফিজুর রহমান
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
হাল জুরব্যার সময় হছেরে
গীতিকারঃ মাহফুজুর রহমান আখন্দ
সুরকারঃ মাহফুজুর রহমান আখন্দ
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
কচু হাতার হানিরে ভাই
গীতিকারঃ অধ্যাপক মোহাম্মদ হাশেম
সুরকারঃ অধ্যাপক মোহাম্মদ হাশেম
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
আমার গাউত যাইতায়নি ছুঙ্গা
গীতিকারঃ এস এম কামারুজ্জামান
সুরকারঃ এস এম কামারুজ্জামান
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
বাপ গ্যালছে লা লিয়া পদ্মা লদীতে
গীতিকারঃ আমিরুল মোমেনীন মানিক
সুরকারঃ আমিরুল মোমেনীন মানিক
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
হারা বচ্ছর ল্যাকলা পরলা গেদু
গীতিকারঃ মালিক আবদুল লতিফ
সুরকারঃ মালিক আবদুল লতিফ
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
অভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান
গীতিকারঃ মনির ঘোষ দস্তিদার
সুরকারঃ মনির ঘোষ দস্তিদার
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান