(কুষ্টিয়া)
মিবাই ও মিবাই
আমারে নাঙা ভাবি কানচির পার অম্মা কইরি
খাড়া নয়েচ ক্যান?
শুদ কল্লাম হয়চে কীগো
হ্যাঁগো ভাবি কী হয়েচ
নজ্জাতি মুক ওতার ভাবি
ঘুরা নয়েচ ক্যান।
আমা বাড়ি কুমা বাড়ি
মন বসপিনি
তুমাগেরে কুটা বাড়ি
সেতা মিলতিনি-হেনে-
অম্মা কইরি নাগ দ্যাকালি
ক্যাম্মা হবিনি
অরাম কইরি গাল ফুলালি
আর হবিনানি, হবিনানি, হবিনানি
হে মিবাই ও… ।
শউর মশাই দপায় দপায়
মা ডাকপিনি
শাউড়ি তুমার ঠ্যাকোয় বসে
মায়া করবিনি
গান্দা ছুয়াল এতার ওতার দুলায় দুলবিনি
তাইরে নাইরে নঙের জীবন
মন ভুলাবিনি, ভুলাবিনি, ভুলাবিনি
হে মিবাই ও .. ।