গানের স্বরলিপি

যখন আমি ছোট্ট ছিলাম
গীতিকার: ইকবাল চৌধুরী
সুরকার: ইকবাল চৌধুরী

যখন আমি ছোট্ট ছিলাম
মায়ের বুকে ঘুমাতাম
কত মধুর স্মৃতি সে যে
কত সুখ কত ভালবাসা

কত কষ্ট কত দুঃখ সয়ে
দশমাস দশদিন পেটে বয়ে
সুখ দুঃখ সব একাকার হয়
তবুও ছেলের মুখপানে চায় ।।
কষ্টকে কষ্ট মনে করেনি
জীবনের সব আশা তবু সরেনি ।।
ছেলের মুখপানে ‍যখনই চায়
বুক জুড়ে স্নেহধারা শুধু বয়ে যায় ।।
আ আ আ আ …..ও ও ও ও

পরদেশে প্রবাসে ছেলে
রোগ শোক ঝরা ব্যধিতে ভোগে ….।।
চিঠিহীন তারহীন মায়ের মনে
ছেলের মনের ব্যথা ধরা দেয় ক্ষণে
মায়ের অবুঝ মন ছটফট করে
ছেলের মুখাবয়ব স্মরণে পড়ে ….।।
কত মধুর সেই মায়ের আদর
মহান প্রভুর একি অপরূপ দান ।।
আ আ আ আ ……..ও ও ও ও

0 Likes |

83 views |

0 Likes |

83 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

এই ফরিয়াদ তোমার কাছে
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
আজ বুঝি গো মায়ের ব্যথা
গীতিকারঃ জাফর ফিরোজ
সুরকারঃ আবদুস সালাম
আজো সেই চাঁদটা আসে রাতে
গীতিকারঃ সোহাগ চৌধুরী
সুরকারঃ এস এম মঈনুল ইসলাম
স্কুলে যেতাম আমি বাবার হাত ধরে
গীতিকারঃ সুমন আজিজ
সুরকারঃ সুমন আজিজ
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
গীতিকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
সুরকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
আজো সেই চাঁদটা আসে রাতে
গীতিকারঃ সোহাগ চৌধুরী
সুরকারঃ এস এম মঈনুল ইসলাম
বাবা মানে হাজার বিকেল
গীতিকারঃ তাসনীম সাদিয়া
সুরকারঃ তাসনীম সাদিয়া
বোনের জন্য কাঁদে আমার মন
গীতিকারঃ জাকির আবু জাফর
সুরকারঃ মশিউর রহমান
বিমূর্ত ছবিগুলো অ্যালবাম জুড়ে
গীতিকারঃ আমিরুল মোমেনীন মানিক
সুরকারঃ আমিরুল মোমেনীন মানিক