যদি আগামীর দিনটাকে
পেতে চাও আলোয় ভরা
যদি পেতে চাও রাশেদার
আলোকিত বসুন্ধরা
তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে
দাঁড়িয়ে তোমার দ্বারে
আহ্বান করি যে তোমায়
এসো এই আঙিনায়, মুক্তির মোহনায়।
লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা
তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা
আমার সোনার দেশ গড়তে হবে
ষড়যন্ত্রের বাধা রুখতে হবে
সময় এসেছে ফের এগিয়ে যাবার।
শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে
ঐশী আলোয় সাজবে সমাজ স্বপ্ন-দু’চোখ জুড়ে
বাধার প্রাচীর যত ভাঙতে হবে
সাম্য ন্যায়ের গান গাইতে হবে
আগামীর দিন শুধু সম্ভাবনার।