যদি সিয়ামের রঙ সীমাবদ্ধ থাকে
বদ্ধ থাকে সীমাবদ্ধ থাকে ত্রিশ দিনে
তবে ছিলো না সিয়াম সেটা
ছিলো না কিছুই
ছিলো না কিছুই উপবাস বিনে ।
যদি মিথ্যা কথার বান নাই থামে
নাই থামে অশ্লীল কথা বলা
যদি নাই আসে সংযম রিপু ও কামে
নিষ্ফল তবে এই পথে চলা
যদি নাই থাকে খুলুসিয়াত
কী হবে উদযাপন দশক তিনে?
বাহ্যিকতার ফাঁদে আটকে গেলে এ সিয়াম-
পানাহার অনাহারে রবে না ফারাক কোন
হয়তো বৃথাই যাবে পোশাকি কিয়াম ।
যদি জীবনের অলি গলি না হয় রঙিন
রমযান আসে যায় কী লাভ তাতে?
যদি না মানি কোরআন এই জীবন পথে
আসবে কী ফল শুধু তেলাওয়াতে?
যদি না হয় পূরণ হক সিয়ামের
জবাব কী হবে সেই বিচার দিনে?