যার প্রেমে আমি পাগল পারা
যার কণ্ঠে আমি মাতোয়ারা
যার সুবাস পেয়ে আমি বাধনহারা
যার ভালোবাসায় ঝরে ফল্গোধারা
সে যে আমার প্রিয় নাবী কামলিওয়ালা
সে যে আমার প্রিয় নাবী সাল্লে আলা
ইয়া রাসুলাল্লাহ ইয়া নাবিয়াল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিয়াল্লাহ
যার আলোতে ভূবন আজ আলোকিত
যার প্রেমেতে সবাই আজ পুলকিত
যার আগমনে…
যার আগমনে ধরা আনন্দিত
যার শাফায়াতের কাছে সবাই নত
সে যে আমার প্রিয় নাবী কামলিওয়ালা
সে যে আমার প্রিয় নাবী সাল্লে আলা
ইয়া রাসুলাল্লাহ ইয়া নাবিয়াল্লাহ হাবিবাল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিয়াল্লাহ
যার সুন্নত পালনে ব্যাকুল এই ধরনী
যার জন্যে জীবন দিতে কেউ ভাবেনি।
যার স্রোতধারায় ..
যার স্রোতধারা এখনো থামেনি
যার মাধুর্যতা আজোও কেউ ভুলেনি
সে যে আমার প্রিয় নাবী কামলিওয়ালা
সে যে আমার প্রিয় নাবী সাল্লে আলা
ইয়া রাসুলাল্লাহ ইয়া নাবিয়াল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিয়াল্লাহ