যার মনে আছে ভালোবাসা গান,
সেতো বোঝে প্রেমে কী মধুর তান।
বুকে টেনে নিয়ে ফুটায় পরাগ –
মনে হয় আহা! তাজা জাফরান।।
যার মনে ফোটে প্রীতি মায়া ফুল,
প্রজাপতি খোঁজে আশার মুকুল।
প্রতি ভোরে সে তো গোলাপ ফোটায় –
ছুটে আসে সবে নিতে তার ঘ্রাণ।।
যার বুক হয় আকাশ সমান
পাথরে ফুটায় আসমানী ফুল,
যার চোখ হয় হিরক সমান
প্রভুর জিকিরে থাকে মাশগুল।
যার মনে প্রেম জোছনা ছড়ায়,
তার মনে শুধু ঝর্না গড়ায়।
পরম স্নেহে সে কাছে ডেকে নেয়-
রংধনু রঙে হাসে তার প্রাণ।।