রমজান এলে সুরমা আতর দোকানে হয় ভিড়
বিলাসবহুল নৈশভোজে সকলে অস্থির
আল্লাহ্ তা’লার কাছে কভু এসব নাহি যায়
তাকওয়ারই মাপকাঠিতে সবাই ক্ষমা পায় ।।
–
ইফতারিতে কত মানুষ করে অপচয়
অন্যদিকে অন্নহীনে পথেই পড়ে রয়
যাকাত শাড়ি লুঙ্গি নামে ভণ্ড ধনী স্বল্প দামে
কালো টাকা সাদা করার খোঁজে সে উপায়
হায় হায় হায় হায়
–
রান্নাঘরে মা বোনেরা ভেবেই করেন পার
কী হবে কাল সেহরিতে আজ কী হবে ইফতার
বাক্সে ভরে তাকের তীরে কুরআন রাখা রুমাল ঘিরে
একটুখানি খুলে দেখার সময় তো নেই হায়
হায় হায় হায় হায়
–
রমজান এলে গান কবিতায় ফ্রেম বাঁধানো হয়
রঙ বেরঙের অনুষ্ঠানে চোখ ধাঁধানো রয়
সত্যিকারের রোজাদারে আল্লাহ্ ভীরু ঈমানদারে
সেতো কেঁদে সঙ্গোপনে নাজাত পেতে চায়
নাজাত পেতে চায়
আল্লাহ্ তা’লার কাছে শুধু এই ফরিয়াদ যায়
তাকওয়াবান হলেই তবে সেই তো ক্ষমা পায় ।।