গানের স্বরলিপি

রহিম করিম অশেষ অসীম

গীতিকার: আবু তাহের বেলাল

সুরকার: হাসিনুর রব মানু

রহিম করিম অশেষ অসীম
আমার প্রভু‚ তুমি দয়াময়

ঝর্নার পাশে দাঁড়ালে
জোছনার দিকে তাকালে
তোমার কথা মনে হয়
পাংশু মেঘের আড়ালে
ঐ চাঁদ তারা হারালে
তোমার কথা মনে হয়
শুধু তোমার কথা মনে হয় ।

তোমার দানের নেই তুলনা
তোমার দয়ার নেই উপমা
এই পৃথিবী আকাশ  মাটি
তোমার প্রেমে পায় সুষমা
তোমার নূরের দীপ জ্বালিয়ে
করলে জাহান আলোময়
জাহান আলোময় ।

তোমার কথায় বৃষ্টি নামে
তোমার ছোঁয়ায় পুষ্প ফোটে
সাগর পানে মিলন মোহে
ক্লান্ত হাজার নদী যে ছোটে
দূর করে দাও প্রেম বিরহে
আমার সকল পরাজয়
কভু আমার সকল পরাজয়।

0 Likes |

121 views |

0 Likes |

121 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

প্রভু শুকরিয়া জানাই
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
ক্যাটাগরিঃ হামদ
গানের কথায় ওগো তুমি রবে
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
মাওলা তোমার নামের ধ্বনি
গীতিকারঃ এইচ রহমান
সুরকারঃ দিদারুল ইসলাম
ক্যাটাগরিঃ হামদ
তুমি কত সুন্দর কী করে বোঝাই
গীতিকারঃ জাকির আবু জাফর
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ হামদ
আয় মেরে মালিক
গীতিকারঃ আবদুল ওয়াদুদ
সুরকারঃ আবদুল ওয়াদুদ
ক্যাটাগরিঃ কাওয়ালী, হামদ
তুমি আসমানে থাকো প্রভু
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
আল্লাহ তোমার দয়া কত
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ হামদ
সাগরের ঢেউয়ের দোলাতে
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ জুলকারনাইন বাহলুল
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত, হামদ
তোমার মহান নামে খুঁজি
গীতিকারঃ তাফাজ্জল হোসাইন খান
সুরকারঃ তাফাজ্জল হোসাইন খান
ক্যাটাগরিঃ হামদ